দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ কর্তৃক বৃক্ষরোপণ ও বিতরণ অভিযান ২০২১ সম্পন্ন করেছেন।
২৭শে আগস্ট সকাল দশটায় প্রথম পর্বে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষ থেকে সীতাকুণ্ড থানাধীন উত্তর ভাটেরখিল গ্রামের বিভিন্ন এলাকায় শতাধিক বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ অভিযান উপস্থিত ছিলেন, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের সহ-সভাপতি নাজিমুজ্জামান রাশেদ, প্রচার সম্পাদক জিয়াউল হক আরিফ, আলোর দিশারী সামাজিক সংগঠনের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ মঞ্জুর হোসাইন, সদস্য মোহাম্মদ তারেক, মোহাম্মদ বাবলু, ইমতিয়াজ হোসেন (ইমন), মোহাম্মদ সাফায়েত, মোহাম্মদ মাসুদ, রিয়াজ উদ্দীন জিসান,
রিয়াজ উদ্দীন, সামিউল ইসলাম প্রমুখ।
বিকেল চারটায় দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের দ্বিতীয় পর্বে বৃক্ষ বিতরণ অভিযান পরিচালিত হয়।
দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর সহ-সভাপতি (প্রকল্প) মোহাম্মদ নূর খান এর সঞ্চালনায় এবং দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান লায়ন অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসেন লাভলু সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর সীতাকুণ্ড উপজেলা শাখার সম্মানিত উপদেষ্টা ও সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ নাসির উদ্দিন মানিক, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা ৩১৫, বি-৪ এর জোন চেয়ারপারসন লায়ন কাজী আলী আকবর জাসেদ, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড’র সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দৌজা, সীতাকুণ্ড সমিতির চট্টগ্রামের সমাজ কল্যাণ সম্পাদক ও লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুন্ড এর ট্রেজারার লায়ন মোঃ মফিজুর রহমান সাজ্জাদ, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের সহ সভাপতি প্রভাষক মোঃ নাজমুজ্জামান রাশেদ, সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি এম কে মনির, সুপ্তধারা ফাউন্ডেশনের সভাপতি ফারহান সিদ্দিকী নাঈম, লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড এর সভাপতি ও দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের প্রচার সম্পাদক মোঃ জিয়াউল হক আরিফ, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ তথ্যপ্রযুক্তি শাখার সাহিত্য সম্পাদক মোঃ নুরুল আমিন, দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ বাঁশবাড়িয়া শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বাবলু, কুমিল্লা শাখার সভাপতি মোঃ ইকবাল হোসেন ইমন, উন্নয়ন পর্যবেক্ষক মোহাম্মদ ইলিয়াস সানি , শাহানা আক্তার, ফারহান আকতার নুরি , মোঃ আশিক, মোহাম্মদ রাফি প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে লিও ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড ও দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর সদস্যদের মাঝে বনজ ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৃক্ষরোপণ এর কোন বিকল্প নাই।
অনুষ্ঠানের দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান বলেন, সুজলা-সুফলা শস্য-শ্যামলা সোনার বাংলা গড়ার লক্ষ্যে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ প্রতিবারের মতো এবারও বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ করে যাচ্ছে, সারাদেশে দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর শাখাগুলো কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সুজলা-সুফলা শস্য-শ্যামলা সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।