উত্তর ইদিলপুর সরকারি প্রাঃবিদ্যালয়ে দিশারি যুব ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি
দিশারি যুব ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে সীতাকুণ্ড পৌরসভার ৮ নং ওয়ার্ডস্থ উত্তর ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিতরণ সম্পূর্ণ হয়েছে। আজ ১৯ সেপ্টেম্বর শনিবার বেলা বারোটায় উত্তর ইদিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম।আরো উপস্থিত ছিলেন দিশারি যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু, বিদ্যালয়ের শিক্ষিকা ইসরাত জাহান,জান্নাতুল ফেরদৌস সুমি,পারজানা আক্তার কলি,সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক এম কে মনির।
এসময় বিদ্যালয় প্রাঙ্গনে ফলদ,বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়।