চালু হলো, মুজিব বর্ষ ক্যালেন্ডার!
এই ক্যালেন্ডার অনুযায়ী বছরের ১ম দিন হচ্ছে- ১৭ মার্চ। প্রথম মাসের নাম- স্বাধীনতা। এর পরের মাসগুলো যথাক্রমে- শপথ, বেতারযুদ্ধ, যুদ্ধ, শোক, কৌশলযুদ্ধ, আকাশযুদ্ধ, জেলহত্যা, বিজয়, ফিরে আসা, নবযাত্রা এবং ভাষা। ৪ বছর পর পর এই ক্যালেন্ডারের শেষ মাস ভাষা’তে একদিন বাড়িয়ে লিপ ইয়ার করা হবে।
সোমবার ১৬ মার্চ, ২০২০ তারিখে
সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শেখ মুজিবুর রহমানের
জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে
কেন্দ্রীয় তহবিল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রণীত ‘মুজিববর্ষ -১০০’ নামের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়।
ক্যালেন্ডার শুরু হয়েছে ১০০ বছর ধরে, আগামী ব
এই ক্যালেন্ডার ছাপা হবে ১০১ বছর হিসেবে।