আগামী ১২ নভেম্বর অনাডম্বর অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর ১ যুগ পূর্তি।
আজ ২৬ আগষ্ট ২০১৯ রোজ সোমবার নগরীর পোস্তার পাড়স্থ সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর কার্যালয়ে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি লায়ন বেলাল হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন নাছির উদ্দিন মানিকের সঞ্চালণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি ও সীতাকুণ্ড নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের সদস্য সচিব লায়ন মোঃ গিয়াস উদ্দিন। সভায় অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাজী ইউসুফ শাহ,সাইফুল হুদা জাহাঙ্গীর, লায়ন কাজী আলী আকবর জাসেদ,যুগ্ন সম্পাদক আবেদীন আল মামুন,আলীমুল্লাহ্ মুরাদ,সাঙ্গঠনিক সম্পাদক লায়ন আবুল হাসনাত, অর্থ সম্পাদক সোমেন দত্ত,আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক লায়ন এড. মোঃ সরোয়ার হোসাইন লাভলু সাংস্কৃৃতিক সম্পাদক এস এম তবরেজ,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জিয়াউল ইসলাম শিবলু,সমাজ কল্যাণ সম্পাদক মফিজুর ররহমান সাজ্জাদ, আইটি সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী মাসুদা খানম,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনোয়ারুল হক এফসিএ,দপ্তর সম্পাদক মোস্তফা কামাল জুয়েল, নুরুল ইসলাম সাহাবুদ্দিন, জামসেদ উদ্দিন, তোফায়েল আহম্মেদ প্রমুখ।বিগত ২০০৭ সালের ১২ নভেম্বর সীতাকুণ্ডের কিছু কর্মোদ্যম ব্যক্তি সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম গঠন করেন। ২০০৭ সাল থেকে আজ পযন্ত সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম সীতাকুণ্ডের গরীর দূঃখী মানুষের মাঝে যাকাত বিতরণ, শিক্ষা উপকরণ,জিপিএ ৫ সংবর্ন্ধনা প্রদান সহ সামাজিক সাংস্কৃৃতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ১যুগ বর্ষ পূর্তি অনুষ্ঠানে সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এর পক্ষ থেকে গুণীব্যক্তি সংবর্ধনা,১ যুগ পূর্তির স্মারক,সাংস্কৃৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠান সফল করতে কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য সহ সীতাকুণ্ডবাসীর সহযোগিতা কামনা করা হয়।
Read Time:3 Minute, 12 Second