নিজস্ব প্রতিবেদক;
গতকাল ৭ জুলাই ২০১৯ নগরীর চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি হলে লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর ২০১৯-২০ সেবা বর্ষের ১ম বোর্ড মিটিং লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর সভাপতি লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুর সভাপতিত্বে ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ এনায়েত হোসেনের সঞ্চালণায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫,বি-৪ এর মাননীয় কেবিনেট ট্রেজারার লায়ন আশ্রাফুল আলম আরজু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫,বি-৪ এর জোন চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন মোঃ আব্দুল মান্নান। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেনলায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর সার্ভিস চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ শাহজাহান, লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর সিনিয়র সহ সভাপতি লায়ন মজিবুল হক সোহেল,লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর সহ-সভাপতি লায়ন মোহাম্মদ আলী,লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর এলসিআইএফ কো-অডিনেটর লায়ন অধ্যাপক নুরুল মোস্তফা, লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর কমিনিকেশন চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব মাওলানা আবুল হায়ৎ,লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর যুগ্ন সাধারণ সম্পাদক লায়ন সরোয়ার আজম ও লায়ন হালিমা চৌধুরী,লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর জয়েন্ট ট্রেজারার লায়ন জাহিদুল আলম বাবলু,লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর ক্লাব ডিরেক্ট লায়ন ফাহিমা আক্তার চৌধুরী ও লায়ন হাফেজ মোঃ আলী আজম, লিও ক্লাব অব চিটাগাং এঞ্জেল এর সেক্রেটারি লিও মোঃ সালাউদ্দিন রাসেল সহ লায়ন ও লিও নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি বলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেলকে আগামী সেবা বর্ষের লায়ন জেলার সেরা ক্লাব হিসেবে সুবিধা বঞ্চিত মানুষের নিকট সর্বোচ্চ সেবা পৌছে দিতে হবে। পরে সভায় লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর অসুস্থ ট্রেজারার লায়ন রোকসানা মাহবুবার শারীরীক সুস্থতা কামনা করে মোনাজাতের মাধ্যমে বিশেষ অতিথি লায়ন মোঃ আব্দুল মান্নান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
Read Time:3 Minute, 33 Second