আজ ২৭ জুলাই ২০১৯ রোজ শনিবার রাজধানীর বিজয় নগরে হোটেল ওরনেটের জিনিয়া হলে আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ ও সূশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মানণা -২০১৯ অনুষ্ঠান বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি সৈয়দ আবু কাউচার মোঃ দবিরুস্বান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা মন্ত্রী শেখ শহীদুল ইসলাম, মূল প্রবন্ধক হিসেবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের মাননীয় উপযার্য প্রফেসর কামাল উদ্দিন আহম্মেদ,বিশেষ অতিথি হহিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক বিকিরণ প্রসাদ বড়ুয়া সহ দেশ বরোণ্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন শিক্ষিত লোকরাই সবচেয়ে বেশী অপরাধ করেন। তাই অপরাধ নিমূলে স্বশিক্ষিিত হতে হবে। পরে অনুষ্ঠানে ২য় পর্বে ৬টি ক্যাটাগরিতে সারা দেশের ১৭ জনকে বঙ্গবীর জেনারেল ওসমানী গোল্ডেন এ্যাওয়ার্ড -২০১৯ প্রদান করেন সংগঠনটি। লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুকে আইন পেশা ও সমাজ সেবায় বিশেষ অবদানের এই এ্যাওয়ার্ড প্রদান করা হয় । তার এই সম্মানণা প্রাপ্তিতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠন অভিনন্দন ও শুভ কামনা করেন। তবে লায়ন এড সরোয়ার লাভলু এই প্রাপ্তি তার বড় ভাই লায়ন মোহাম্মদ শাহজাহানকে উৎসর্গ করে,তিনি বলেন “আজ আমার এই সম্মানণা প্রাপ্তির পিছনে আমার পরিবারের অন্যান্য সদস্যদের থেকে ও আমার বড় ভাইয়ের অবদান বেশী। আমি আমার এই এ্যাওয়ার্ড আমার বড় ভাইকে উৎসর্গ করলাম।”
Month: জুলাই ২০১৯
লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেলকে লায়ন জেলার সেরা ক্লাব হতে হবে। – লায়ন আশ্রাফুল আলম আরজু
নিজস্ব প্রতিবেদক;
গতকাল ৭ জুলাই ২০১৯ নগরীর চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি হলে লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর ২০১৯-২০ সেবা বর্ষের ১ম বোর্ড মিটিং লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর সভাপতি লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুর সভাপতিত্বে ক্লাব সেক্রেটারি লায়ন মোঃ এন্য়েত হোসেনের সঞ্চালণায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫,বি-৪ এর মাননীয় কেবিনেট ট্রেজারার লায়ন আশ্রাফুল আলম আরজু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫,বি-৪ এর জোন চেয়ারপার্সন ও লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন মোঃ আব্দুল মান্নান। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেনলায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর সার্ভিস চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ শাহজাহান, লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর সিনিয়র সহ সভাপতি লায়ন মজিবুল হক সোহেল,লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর সহ-সভাপতি লায়ন মোহাম্মদ আলী,লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর এলসিআইএফ কো-অডিনেটর লায়ন অধ্যাপক নুরুল মোস্তফা, লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর কমিনিকেশন চেয়ারপার্সন লায়ন আলহাজ্ব মাওলানা আবুল হায়ৎ,লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর যুগ্ন সাধারণ সম্পাদক লায়ন সরোয়ার আজম ও লায়ন হালিমা চৌধুরী,লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর জয়েন্ট ট্রেজারার লায়ন জাহিদুল আলম বাবলু,লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর ক্লাব ডিরেক্ট লায়ন ফাহিমা আক্তার চৌধুরী ও লায়ন হাফেজ মোঃ আলী আজম, লিও ক্লাব অব চিটাগাং এঞ্জেল এর সেক্রেটারি লিও মোঃ সালাউদ্দিন রাসেল সহ লায়ন ও লিও নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি বলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেলকে আগামী সেবা বর্ষের লায়ন জেলার সেরা ক্লাব হিসেবে সুবিধা বঞ্চিত মানুষের নিকট সর্বোচ্চ সেবা পৌছে দিতে হবে। পরে সভায় লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর অসুস্থ ট্রেজারার লায়ন রোকসানা মাহবুবার শারীরীক সুস্থতা কামনা করে মোনাজাতের মাধ্যমে বিশেষ অতিথি লায়ন মোঃ আব্দুল মান্নান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর কমিটি গঠিত,এড লাভলু সভাপতি,এনায়েত সেক্রেটারি।
প্রেস বিজ্ঞপ্তিঃ লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর ২০১৯-২০ সেবা বর্ষের কমিটি গঠিত হয়। গত ২৮ জুন ২০১৯ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে ক্লাবের সাধারণ সভায় কমিটির অনুমোধন হয়।লায়ন এড. মোঃ সরোয়ার হোসাইন লাভলু লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর সভাপতি ও লায়ন এনায়েত হোসাইন সেক্রেটারি নির্বাচিত হন। এতে অন্যান্যদের মধ্যে লায়ন রোকসানা মেহেবুবা ট্রেজারার, ক্লাবের সিনিয়র লায়ন আব্দুল মান্নান মেম্বারশীপ চেয়ারপার্সন, লায়ন মোঃ শাহজাহান সার্ভিস চেয়ারপার্সন, লায়ন অধ্যাপক নুরুল মোস্তফা এলসিআইএফ কো-অডিনেটর, লায়ন মাহফুজুল হক চৌধুরী প্রোগ্রাম কো-অডিনেটর, লায়ন আলহাজ্বা মাওলানা আবুল হায়াৎ মার্কেটিং চেয়ারপার্সন, লায়ন আকলিমা মান্নান কমিনিকেশন চেয়ারপার্সন, লায়ন মজিবুল হক সোহেল সিনিয়র সহ-সভাপতি, লায়ন মোহাম্মদ আলী সহ-সভাপতি,লায়ন সরোয়ার আজম যুগ্ন সম্পাদক (এডমিন), লায়ন হালিমা চৌধুরী যুগ্ন সম্পাদক (টেমার), লায়ন জাহিদুল আলম বাবলু জয়েন্ট ট্রেজারার ( টেইল টুইস্টার), লায়ন সুবল কান্তি নাথ ক্লাব উপদেষ্টা ও লায়ন সুলতানা আয়শা, লায়ন ফাহিমা চৌধুরী, লায়ন মোঃ আলী আজম প্রমুখ ক্লাব ডিরেক্টর নির্বাচিত হন। নেতৃবৃন্দ আগামী সেবা বর্ষে সর্বোচ্চ সার্ভিস এক্টিভিটিজের মাধ্যমে সেবার প্রত্যয় নিয়ে কাজ করার অঙ্গিকার করেন।
লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর কমিটি গঠিত,এড লাভলু সভাপতি,এনায়েত সেক্রেটারি।
প্রেস বিজ্ঞপ্তিঃ লায়ন ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর ২০১৯-২০ সেবা বর্ষের কমিটি গঠিত হয়। গত ২৮ জুন ২০১৯ চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে ক্লাবের সাধারণ সভায় কমিটির অনুমোধন হয়।লায়ন এড. মোঃ সরোয়ার হোসাইন লাভলু লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেল এর সভাপতি ও লায়ন এনায়েত হোসাইন সেক্রেটারি নির্বাচিত হন। এতে অন্যান্যদের মধ্যে লায়ন রোকসানা মেহেবুবা ট্রেজারার, লায়ন আব্দুল মান্নান মেম্বারশীপ চেয়ারপার্সন, লায়ন মোঃ শাহজাহান সার্ভিস চেয়ারপার্সন, লায়ন অধ্যাপক নুরুল মোস্তফা এলসিআইএফ কো-অডিনেটর, লায়ন মাহফুজুল হক চৌধুরী প্রোগ্রাম কো-অডিনেটর, লায়ন আলহাজ্বা মাওলানা আবুল হায়াৎ মার্কেটিং চেয়ারপার্সন, লায়ন আকলিমা মান্নান কমিনিকেশন চেয়ারপার্সন, লায়ন মজিবুল হক সোহেল সিনিয়র সহ-সভাপতি, লায়ন মোহাম্মদ আলী সহ-সভাপতি,লায়ন সরোয়ার আজম যুগ্ন সম্পাদক (এডমিন), লায়ন হালিমা চৌধুরী যুগ্ন সম্পাদক (টেমার), লায়ন জাহিদুল আলম বাবলু জয়েন্ট ট্রেজারার ( টেইল টুইস্টার), লায়ন সুবল কান্তি নাথ ক্লাব উপদেষ্টা ও লায়ন সুলতানা আয়শা, লায়ন ফাহিমা চৌধুরী, লায়ন মোঃ আলী আজম প্রমুখ ক্লাব ডিরেক্টর নির্বাচিত হন। নেতৃবৃন্দ আগামী সেবা বর্ষে সর্বোচ্চ সার্ভিস এক্টিভিটিজের মাধ্যমে সেবার প্রত্যয় নিয়ে কাজ করার অঙ্গিকার করেন।
লায়ন আব্দুল মান্নান লায়ন জেলা ৩১৫,বি-৪ এর জোন চেয়ারপার্সন নির্বাচিত।
লায়ন্স ক্লাব অব চিটাগাং এ্যাঞ্জেলের মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন মোঃ আব্দুল মান্নান লায়ন জেলা ৩১৫ বি-৪, বাংলাদেশ এর জোন চেয়ারপার্সন নির্বাচিত হওয়ায় লায়ন্স ক্লাব অব চিটাগং এ্যাঞ্জেল এর সভাপতি লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু ও সেক্রেটারি লায়ন এনায়েত হোসেন সহ লায়ন ক্লাব অব চিটাগং এ্যাঞ্জেল এর নেতৃবৃন্দের পক্ষথেকে শুভেচ্ছা অভিনন্দন ও লায়ন জেলা ৩১৫-বি৪ এর মাননীয় জেলা গভর্ণর লায়ন কামরুন মালেক এমজেএফ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।