প্রেস বিজ্ঞপ্তিঃ
গতাকাল ৩ রা এপ্রিল ২০১৯ ইং রোজ বুধবার চ্টগ্রাম নগরীর কোতোয়ালীস্থ আর এফ পুলিশ প্লাজার রেক্স হোটেল এন্ড রেস্টুরেন্টে লয়ার্স ফেন্ডস এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোঃ জাহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ সাইফুদ্দীন ও নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ ইসহাক আহমদের পরিচালনায় আগামী ২০১৯-২০২১ দুই বৎসরের জন্য এসোসিয়শনের সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি -সাধারণ সম্পাদক সহ ৯ টি পদে নির্বাচন সম্পন্ন হয়। আগামী দুই বছরের জন্য সভাপতি পদে লায়ন এডভোকেট মুঃ সরোয়ার হোসাইন লাভলু ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মুঃ তৌফিক উদ্দিন তৌফিক নির্বাচিত হন, অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে এডভোকেট ইফতেহার উদ্দিন ফাহিম, সাঙ্গঠনিক সম্পাদক পদে এডভোকেট এইচ.এস সোহরোয়ার্দ্দী, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট আব্দুল জাব্বার, অর্থ সম্পাদক পদে এডভোকেট মোঃ নুরুজ্জামান, প্রচার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে এডভোকেট ইফতেখারুল আলম মুরাদ ও নির্বাহী সদস্য পদে এডভোকেট মুঃ আকিব চৌধুরী ও এডভোকেট মুঃ সোহেল পারভেজ নির্বাচিত হন। পরে এসোসিয়েশনের গর্ভিত সদস্য এসোসিয়েশনে সাবেক সভাপতি এডভোকেট মুঃ জাহিদুল ইসলাম চৌধুরী ও সাবেক প্রচার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল জাব্বার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য ২০১৯ নির্বাচিত হওয়ায় ক্রেষ্ট ও ফুল দিয়ে সম্মাননা জানানো হয় এবং নৈশ ভোজ ও মুনাজাতে
র মাধ্যমে সংগঠনের সদস্য সহ সকলের জন্য কল্যাণ কামনা করে অনুষ্ঠান শেষ করা হয়।