চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাটস্থ মহিরা গ্রামে ৫টি লায়ন্স ক্লাবের উদ্যোগে চিকিৎসা সেবার কার্যক্রম সম্পন্ন।
আজ ২৫ ফেব্রুয়ারী ২০১৯ সোমবার চট্টগ্রামের পটিয়া উপজেলার শান্তিরহাটস্থ মহিরা গ্রামে লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টি, লায়ন্স ক্লাব অব গোল্ডেন সিটি, লায়ন্স ক্লাব অব গ্রীণ সিটি, লায়ন্স ক্লাব অব ড্রিম সিটি, লায়ন্স ক্লাব অব ড্রিমল্যান্ড সিটিসহ ৫টি ক্লাবের যৌথ আয়োজনে দিনব্যাপী চক্ষু সেবা, স্বাস্থ্য সেবা ও শিক্ষা ক্যাম্প কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির সভাপতি লায়ন কাজী আলী আকবর জাসেদ এবং অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির সেক্রেটারি লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, এতে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব চিটাগাং লিবার্টির ক্লাব উপদেষ্টা মোহাম্মদ শাহজাহান, লায়ন ডা. কথক দাস মিশুক, মহিরা সমাজকল্যাণ সংসদের সভাপতি মুনমুন শীল সেক্রেটারী জনি সরকার ও সাবেক সেক্রেটারী রাজন দাস রাজু এবং লিও লিবার্টি সভাপতি লিও ইয়াকুব খান, জয়েন সেক্রেটারী লিও সুমন চৌধুরীসহ বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৪০০ রোগীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়া।